একটি অঙ্গুলির মৃদু টোকায় খুলেছে বাগান বাড়ীর
প্রবেশ দ্বার।রক্তচক্ষু করে ঢুকেছে করোনা ভাইরাস।
দুর্বার গতিতে মানুষের জীবন কেড়ে নিয়ে সে মানব
সভ্যতাকে করছে ছারখার।
এই আবহে জনগণের পরিত্রানের জন্য নেতা মন্ত্রীরা
ঘুরছেন পথে পথে।বহু সংবাদ মাধ্যমের সাংবাদিক
এবং আলোকচিত্রীরা ঘুরছে তাদের সাথে।পিপীলিকার    
দশা।
গাদাগাদি করে চলা তাদের এই বহর দেখে মনে প্রশ্ন
জাগে তারা সত্যি কি করোনাকে ঠেকাতে সচেষ্ট?নাকি
মানুষের এই দুর্দিনেও তারা প্রচারের আলোয় আসতে
ব্যস্ত।
সারা বিশ্ব জুড়ে এই মারণ ভাইরাসের বিস্তার ঘটছে
উল্কাবেগে।আজ বুক ঠুকে কে বলতে পারে করোনা
ছোঁয়নি বা ছোঁবে না এই বীর বরেণ্যদের।তারা কি
হয়ে উঠবে না কখন মানব বোমা?তাদের মাধ্যমে
এই সমাজের কোন ক্ষতি হবে না।
ভাবতে অবাক লাগে কত গভীর চোরাবালিতে কোন
দেশ ডুবলে বিশিষ্ট ব্যক্তিরাই এই ভাবে নিয়ম বিধি
জলাঞ্জলি দিয়ে দেশের অমোঘ সর্বনাশ ডেকে আনে।
আঁধার ঘনিয়ে আসে।দেখি হতাশায় সূর্যমুখী ও মাথা
নত করে আছে।