এক খণ্ড জমি চাই        
বছরভর খুঁজি তাই।    
হলেও চলবে বহুদূরে    
জনহীন এক প্রান্তরে।
তথায় শুচি-শুভ্র মন    
করুক সদা বিচরণ,
সরস্বতী হোন অচলা  
চাই তাঁর চরণ-ধূলা।
জ্ঞানের দীপ-শিখাটি    
সেথায় থাকুক ভাতি।


শর্তই জরুরী যেথায়  
কে নেবে কার দায়?
সকল বিকৃত-মনা’র    
ছুঁতে মানা ত্রিসীমানা।
তারা থাকুক শ্রীঘরে    
সভ্য-সমাজের বাহিরে।