পুরোনো পট
হাটে বেচা যাচ্ছে না?
খদ্দেরদের পছন্দের তালিকায়-‘না’?
কারণ অনুসন্ধান, সেও কম করলে না।
বলার অপেক্ষা রাখে না
সমীক্ষা রিপোর্ট তোমার পক্ষে গেল না
কেননা গালে মাছি বসায় দাগ রেখে গেছে
বিদঘুটে লাগছে।
ভাবলে, কোমর কষে বেঁধে কাজে লাগলে
লোক ভোলাতে শিল্পীর অসাধ্য কী আছে?
একটু তুলির টান দিলেই সুদৃশ্য দেখাবে
উল্টোরথে হেসে খেলে এ-পট বেচা যাবে।
সত্যিই বটে, এমন কত কী ঘটে!
আগেও এমন কত তো বেচলে।
ক্যালেণ্ডারের পাতা উল্টে দেখলে
উল্টোরথের দিন ঘনিয়ে এলো
পটে রঙ বোলানো এখনো বাকি।
শিল্পী, পটের গালে আবারও রঙ বোলালে
ত্রুটি মুক্ত করতে অদম্য চেষ্টা চালালে
তবে লোকে বলে কালের বিবর্তনে উল্টোরথে
জনগণের দৃষ্টিভঙ্গি প্রায়শ বয় ভিন্ন খাতে।
বলি, এবার একটু অপেক্ষা করো
হাট বসতে দাও, শুরু হলে খদ্দেরদের আনাগোনা
জানা যাবে তোমার প্রচেষ্টা সার্থক হলো কিনা।