খুবই শখ ছিল বুঝি বানাতে মাছের ভেড়ি?
সাধে বাদ সেধেছে জমি কেনার টাকাকড়ি?
তুমি না বাহুবলী, যেমন খুশি করতে পারো?
পরের জমি জবরদখলে তোমার নেই জুরি।


এই কাজে নেমেছ? স্বপ্ন অধরা থাকবে কেন?
দুঃস্থদের জমিজমা সবই কেড়ে নিতে পারো
গুরু যদি সহায় থাকে, তোমাকে রুখবে কে?
দুঃস্থদিগকে ডেকে বাহুবলও দেখাতে পারো।


প্রান্তিক চাষিরা তাদের জমি দিতে গররাজি?
রাত জেগে দেখাতে পারো তোমার কারসাজি
পাকা ধানের ক্ষেতে ঢুকিয়ে দিলে লোনাজল
তারা বুঝতে বাধ্য হবে তোমার গায়ের বল।


তাদের ভিটেছাড়া করতেও বিবেকে বাঁধেনি?
দেখি কোনও কুকর্ম করতে ও বাদ রাখোনি
এমন করিতকর্মা, ‘তুমি কি শুনতে পাচ্ছো?
জানতে চাই, তুমি কি এখন সুখেই আছো?’