মেঘ বালিকা, দুষ্টু ভারী   বলছি তোকে সরাসরি
               এতদিন তুই কোথায় ছিলি?
দুষ্টুমি টা তোর মন্দ না   কেউই দেখা পেল না  
                সকলে করলো বলাবলি
হয়তো তুই রাগ করেছিস  চুপিসারে লুকিয়েছিস
                কারো ডাকে সাড়া দিলিনা
এখন তোর রাগ কমেছে?  ভাবনার বদল ঘটেছে?
                 তেমন হলে সেটি মন্দ না
এসেছিস বেশ নেচে নেচে  শাড়ির আঁচল পিছে পিছে
                দৃশ্যটা সবার নজর কেড়েছে
বলছে সবাই, দুষ্টু মেয়ে    তুই ছিলি কোথায় গিয়ে?
                সকলে তোকে কত খুঁজেছে
ফিরেছিস ভালোই হলো    দুর্ভাবনা ও কেটে গেল
                 থাকিস সাথে মিলেমিশে
যখনি তুই রাগ করিস     রাগের কারণ বলে দিস
                 যাস না ছেড়ে ভিন্ দেশে।