জেগেছে সাধ? খুঁড়ছ মাটি? খুঁড়ো,
কোদাল, শাবল, গাঁইতি নিয়ে মাটি খুঁড়ে
তন্নতন্ন করে খুঁজে দেখতে পারো
বিষবৃক্ষের মতো দুর্নীতির শিকড় গেছে কত গভীরে।
হয়তো মূলের শেষ প্রান্ত খুঁজে পেতে
যেতে হবে মাটির বহুদূর গভীরে
কাটছ ধীরে ধীরে, যেন শিকড় না ছিঁড়ে।
কিন্তু সে আর হলো কই?
হিসাব কি রেখেছো এই খনন কাজে ব্যবহিত
যন্ত্রগুলো সঠিক ভাবে চালাতে না-পারায়
এযাবৎ পট পট করে
কত মূল ছিঁড়েছে কিংবা কাটা পড়েছে?
প্রত্যক্ষদর্শীরা বলছে, এযাবৎ বহু শিকড় কেটেছে,
ছিঁড়েছে যত সেও কম কী সে!
বলছে তারা, কে জানে,
এভাবে ঘন ঘন শিকড় কাটা পড়লে কিংবা ছিঁড়লে
আরও কত শিকড় ছিঁড়তে বা কাটা পড়তে পারে!
তারা একথাও করছে বলাবলি,
তোমাদের আরও সতর্ক হওয়া জরুরী।
শোনো, তারা আরও যে কথা শোনালো
‘এখনি সূর্য হনহন করে হাঁটছে দিগন্তের দিকে
আকাশও ঢাকছে মেঘে,
অচিরে অন্ধকার দেখা দিতে পারে
গয়ংগচ্ছ ভাব পরিহার করে দ্রুত মাটি খুঁড়তে হবে।
প্রধান মূলের শেষ অবধি পৌঁছতে পারবে কিনা
সেই বিষয়েও নাকি তাদের জাগছে সংশয়'।
বলি, এবার আর দেরি নয়
সতর্ক হয়ে দ্রুত কাজ সম্পন্ন করো।