কাণ্ডারি, নিশ্চয় জানো দিতে হবে বহু পথ
পাড়ি। ষাঁড়াষাঁড়ির বান শুরু হওয়ার সময়ও
ঘনিয়ে এসেছে।
আকাশে মেঘেরও ঘনঘটা। একথা না-বললেই
নয়, কাণ্ডারি, আকাশে মেঘ জমলেও এখনো
শুরু হয়নি তার গর্জন।
এখন ঘন কালো মেঘ দেখেও কিভাবে ধরেছ
হাল, কী জানি! এদিকে ওদিকে দুলছে তরী।
কাণ্ডারি, এখনো তো গন্তব্যে পৌঁছতে অনেক
পথ বাকি। তরী ভয়ানক দুলছে দেখে যাত্রীরা
সবাই ভয়ে ডরি।
হয়তো অচিরে বইবে উত্তাল হাওয়া। সহজ
হবে কি এই বিশাল পথ পাড়ি দেওয়া?
ভাবছো, ঝড় উঠলে করবে কী?
দেখতে হবে নাতো এই তরীর ভরাডুবি?