বিবেক কোথায়? -জিজ্ঞেস কোরো না আর
বুঝেছি সাধ মেটাতে ক্ষমতার খুবই দরকার
তার শিখরে ওঠাও ছিল খুবই জরুরী
বারেক শিখরে উঠলে কে রুখতে পারবে আর?

অক্ষম, ক্ষমতার শিখরে ওঠারও ছিল না সিঁড়ি
বুঝতে বাকি থাকেনি অভাবে মই কেনা জরুরী
নিজের অর্থভাণ্ডার ঘাঁটাঘাঁটি করে দেখি
শূন্য ভান্ডার, সেখানে নেই মোটেও টাকাকড়ি।

রাত কেটেছে অনিদ্রায়, স্বপ্ন তারার মতো অধরা
কেউ যেন আশার দুয়ারে পড়িয়ে দিয়েছে কড়া!
মনটা হয়ে উঠলো ভয়ানক বিদ্রোহী
বলে উঠলো, ভাঙতে বন্ধ দুয়ার দে গা- ঝাড়া।

ভেবেছি ভারী সমস্যা, কি করে অর্থ জোটাই
সোজাপথে সমাধা করার কোনো উপায় নাই
তবুও সরে আসিনি, হেঁটেছি বাঁকা পথে
বিবেকটাকে বেচে দিতেও পরোয়া করি নাই।

দেখো, বিবেক বেচে দিয়ে কী কাজটা করেছি
বহু বাধা টপকে আজ ক্ষমতার শিখরে উঠেছি
দু’হাতে টুটি চেপেও ধরেছি মনুষ্যত্বের
একাজ না করে স্বপ্নপূরণ কি করতে পেরেছি?