পড়েছি কী মুশকিলে।
জলে কুমির, ডাঙ্গায় বাঘ। অন্তরীক্ষে
বিষবাষ্প রয়েছে ছড়িয়ে। এই আবহে
দম বন্ধ হওয়ার উপক্রম।
এই কালের দুরবস্থা বলেও শেষ করা
দুষ্কর। শুনলে হতবাক হতে হয় এখন
কর্মক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত খবর।
শিক্ষাগত যোগ্যতা ও যথাযথ প্রশিক্ষণ
নিয়ে চাকুরীর পরীক্ষায় পাশ করেও
দীর্ঘদিন নিয়োগপত্র পাইনি হাতে।
পরিবারের যা কিছু অর্থ সঞ্চিত ছিল
শিক্ষা খরচ হিসাবে সব ব্যয়িত হলো।
এখন হা-ভাতে হওয়ার উপক্রম। মিশে
যাচ্ছে পেটে পিঠে।
নিয়োগপত্র হাতে পেতে বিলম্বের কারণ
জানতে এসে দেখি সামনে সুদীর্ঘ লাইন।
সেখানে দাঁড়িয়ে যারা সকলের জিজ্ঞাসা
নিয়োগপত্র জুটবে কবে?
হঠাৎ-ই মাথার উপরে এসে থমকে
দাঁড়ালো বজ্রগর্ভ কালো মেঘ। সামনে
রুদ্রমূর্তি ধারী কজন।
ওরা কারা? আর কোত্থেকে সকলে
ছুটে এলো?
এই ভাবনা কাচুমাচু করলো যখন
মনের ভেতর, ওরা লাইনে দাঁড়ানো
চাকুরী প্রার্থীদের পেটে বসিয়ে দিলো
ওদের কনুইয়ের গুঁতো।
বেদনাহত হয়ে সকলে ছিটকে পড়ে
বহু দূরে উহু-আঃ.......করে করেছি
চিৎকার। অনেক বুদ্ধিজীবী ওদের
এই কান্ড দেখেও এগিয়ে আসেনি
ওদের জানাতে ধিক্কার।
এখন শীত গ্রীষ্ম বর্ষায় রাজপথের
ফুটপাথে সকলে কাটাচ্ছি একসাথে
যদি এদিকে কারো সুনজর পড়ে।