না-ই বা জানা হলো দেবীর মাহাত্ম্য
তাতে কী? কানে এলো তো কিছু তথ্য!
যাচাই না-ই বা করা হলো সেসব কি সত্য?
তবুও অনেকে হলো ভাবে গদ গদ
মদমত্ত বললেও হয়তো হবে না অত্যুক্তি
নবগ্রহ ও তারকামণ্ডলী সাক্ষী
আনন্দে তারা কাঠি-নৃত্যও কম দেখালো কি?
সমারোহে খুঁটিপুজা করে গড়লো মূর্তি
পূজা প্যান্ডেল ও বাদ গেল না।
মাহেন্দ্র ক্ষণে দেবী-প্রতিমার উন্মোচন, পূজার্চনা
কোথাও সেসবের কোনও খামতি ছিল না।
দেখেছে ত্রিনয়নী নয়ন মেলে
অজ্ঞানতায় যে ভাবে তারা পড়ছে ঢলে  
রাজ্যেশ্বরী মন্দির গড়ার ইচ্ছা হলে
মেঘের ধূমজাল কিবা বজ্রনাদ করবে কী?
মাদকাসক্তদের মাদক সেবনের কড়ি জোগালে  
রমণীদের কপালে পাঁচ শ বা হাজার কড়ি ছোঁয়ালে
তারা সকলে পাঁকের মতো সহজেই যাবে গলে
ঢলেও পড়বে দেবীর পদতলে।
মন্দির গড়ার কাজে বাধা বিপত্তি?
ফুঁৎকারে উড়ে যাবে, পরে থাকবে না একরতি।