মুঠো ফোন লয়ে শখের বাজারে  
একাকী চলেছি অতিশয় ধীরে।
দাঁড়-কাক বললো ইশারা করে
ভোট কেনাবেচা চলছে বাজারে।

ভেবেছি সব অসত্য গল্প-গাঁথা
তবু ও যাচাই করবো সত্যতা।
দেখেছি ক’জন লোক রাস ভারি
কালো-টাকার খেয়েছে সুড়সুড়ি।

ওরা দল বেঁধে গেল তড়িঘড়ি
আমিও ছুটেছি জোরে পড়ি মরি।
পৌঁছে গিয়েছি তাদের পিছু পিছু
তদন্ত তল্লাশে এই অতীব শিশু।

দেখি বাজারে কাঁচামাল ‘জনতা’
দর-দাম নিয়ে হলো কত কথা।
লেনদেন হলো ঝুড়ি চাপা দিয়ে
কাঁচামাল বসলো ঝাঁপিতে গিয়ে।

কানাকানি হলো অশান্ত বাজারে
হাতি ঘোড়া জুটবে ক’দিন পরে
লোভনীয় দর পেলে দেবে সাড়া
খাঁচায় বন্দি হবে কত বেচারা।