প্রাণের সৃষ্টি থেকে বিবর্তনের ধারাপাত
হঠাৎ গেল ঠেকে,
বাগানে কীট দংশিত ফুলের কুঁড়িটাকে
দেখেছে কুমারী ‘সভ্যতা’ অপলকে।
হাসি ঝড়েনি কুঁড়িটার মুখে,
কুমারী কেঁদেছে দুখে।
যেদিন মানুষ শিখল আগুন জ্বালানোর কৌশল,
সেদিনই ঝলসে উঠলো অশনির তরবারি।
মানুষ,বাঁধন ছাড়া উল্লাসে
ফাগুনের কোমলতা অনুভব করতে ভুলেছে।
পাষাণী মন পলাশ,শিমুলের রাঙা ফুল থেকে দৃষ্টি সরিয়ে
পতঙ্গের মতো ছুটল আগুনের লেলিহান শিখার দিকে।
কুমারীটাকে তুলল চিতায়।
দেখ,সে দাউ দাউ করে জ্বলছে!