দেখছি সে বর্ণচোরা
সব সময় মুখোশ পরা
শুনলে তার রোজ নামচা
মনে হবে পাঁক ঘাঁটছে কাদাখোঁচা।
যাই বলো এ বর্ণচোরা
সহজে দেয় না ধরা
বাকচাতুর্য বেশ রপ্ত করেছে
গোপাল-ভাঁড়কেও ছাড়িয়ে গেছে
তার কথায় আছে খুবই জারিজুরি
উড়িয়ে দেয় রোজ কথার ফুলঝুরি
দু’চারটে নয় শ’য়ে শ’য়ে
সে মিথ্যা ভাষণ শুনলে কানও দহে
রোজ ছুটছে সেসব গগন-ভেদী
উৎস খুঁজতে কেউ তাকায় যদি
মনে হবেই সে আর কিছু নয়
ঠিক যেন কালো মেঘের হৃদয়!
ঝরছে সে স্থান থেকে রোজ টাপুর টাপুর
বিবেকবানদের বিবেক পিষছে যেন ঘোড়ার খুর
পৌঁছে যাচ্ছে এক নিমেষে তাদের রক্ত কোষে
অ্যাসিড বৃষ্টি যেন কাদাখোঁচার স্বভাব দোষে
বিবেকবানদের খাঁচার পাখি দেখে এ তামাশা
ভাবছে, আছে কি আর কারো বাঁচার আশা?