কাজের কাজি   রাখতে বাজি  
        আসলো তেড়ে
ধমক খেয়ে    বসলো গিয়ে
         ঝোপের ভিড়ে।


সকাল সাঁজে    বাবুর কাজে  
          জাগলো রাগ        
তাইতো তিনি   ঠিক তখনি    
         কাজে বিরাগ।        


মনের দুখে   কাজল চোখে
          ঝরলো জল
দেহের ঘাম  নেইকো দাম
          নামলো ঢল।            
  
বাতাস আসে  পাতার শিসে  
           ঘুচলো দুখ
রাগ কমেছে  জল খেয়েছে
          জুটলো সুখ।


বেলার শেষে   একটু হেসে      
         লাগলো কাজে
জোগালো সার  একটি বার
          টবের গাছে।            
        
খোস মেজাজে   সেদিন সাঁজে      
          ঢাললো জল
জাগলো বল    গাছ সবল          
         গজালো দল।            


হাসলো মূল   ফুটলো ফুল    
          একটু রসে
জাগলো আশ  বাড়লো গাছ    
         বেশ সরসে।