কালো টাকা রোজগারের উদগ্র বাসনায়
শুনেছি ওদের মন রোজ করতো আনচান।
নিশি ডাক শুনলে রাতে কি ঘুমানো যায়?  
ওরা রাতেও করতো কালা ধনের সন্ধান।

অর্থলোভকে বিসর্জন দিতে পারে ক’জন?
লালসায় মত্ত!ওরা ছুটতো এদিক সেদিকে।
সে' ধন কতকাল অন্তরালে থাকতে পারে?
ধরা পড়তো ঠিকই বালি খাদানের দিকে।

চোখের সামনে অর্থের বিশাল খনি দেখে
ওরা লাফাতো যেন ছিঁড়ে ভাগ্যের শিকে।
এরপরও জুটবে না আরাধ্য ধন? সেকি হয়,
কড়কড় শব্দে করে রথ চলতো সে দিকে।

ঘুরলেও ওদের ভাগ্যের রথের চাকা শেষে
কালা ধন ভাগ বাটোয়ারা মেটে কি সহজে?  
সে নিয়ে ওদের কোন্দল,বাড়ে বৈ কমে কি?
বিদ্বেষ বিষ জমে ওদের ললাটের ভাঁজে ভাঁজে।

কালা ধনের লোভে অলক্ষ্মীকে ডেকে আনার
পরিণতি এখনও কি কারোও জানতে বাকি?  
গুলি, অগ্নি সংযোগ, গণহত্যার মতো অজস্র
বীভৎস ঘটনা চিরকাল থাকবেই এর সাক্ষী।