হতপ্রায় এই নগরী কল্লোলিনী        
মিছিলের চাপে দুর্বিসহ এখনি।
স্নায়ু-শূলে বিদ্ধ এই কল্লোলিনী
রক্তচাপে ছিন্নভিন্ন তার ধমনী।


ঘনত্বের বিচারে বন হার মানে  
পথিকেরা পথ খোঁজেন সন্তর্পণে।
অবরুদ্ধ সড়ক,অফিস যাত্রীগণ  
কর্মস্থলে পৌঁছতেও ব্যর্থ তখন।


চাকুরী-প্রার্থী পরীক্ষার্থী রাস্তায়    
তারা মানসিক যন্ত্রণার স্বীকার।  
সময়ে গন্তব্যে পৌঁছতে অপারগ
দুঃখকষ্টে নিজেকে দেন ধিক্কার।


চিকিৎসার অভাবে মরেন রোগী    
জনসাধারণ নিয়মিত ভুক্তভোগী।
তারা সকলেই যন্ত্রণার ভাগীদার
সর্বস্বান্তদের নেই কিছু হারাবার।


প্রতিবাদ আন্দোলনে দুর্দশা ভারি        
প্রাণচঞ্চল সমগ্র বাণিজ্য-নগরীর    
শিরা-উপশিরায় সামগ্রীর পশারি    
ব্যবসায়ী তখন অচল কারবারি।


আন্দোলন দৌলতে প্রাপ্তি-অপ্রাপ্তি
আর কতটা হারালেন ভুক্তভোগী
ওদের সামগ্রিক তুল্যমূল্য বিচার
করার ভার আছে কি জনতার?