কালনেমি, দেখছি তোমার হালচাল।
ঢাল-তলোয়ার নিয়ে যাচ্ছো কোথায়?
কোন দেশকে ভাগ করতে?
রাগ করো কেন এই প্রশ্ন শুনে? জপ
করছো কার নাম মনে মনে? তার গলা
টিপে ধরতে কি বাকি?
তাকে ধরতে গেলে সে কি ফুড়ুৎ করে
ঝোপঝাড়ে পালিয়ে তোমাকে দিচ্ছে
ফাঁকি?
দেখি, তুমি তো অন্যায় কাজ কর্মে
সিদ্ধহস্ত। সারাদিন ব্যস্ত এই কাজে।
সে তার প্রতিবাদ করে, তাই বলে
ফনির মতো তাকে ছোবল মারতে
খুঁজছো রোজ সকাল বিকাল?
ভাবছো, এভাবে কাটাবে চিরকাল?
মনে পড়ে, যেদিন তুমি চড়ে বসে
আপামর জনগণের রথে, গাল ভরা
আশ্বাসে তাদের ভাসিয়ে দিলে, কত
ফুল উড়ে এলো তোমার মুখে।
বলছে লোকে, ক্ষমতা পেয়েই চড়ে
বসে উল্টোরথে বঞ্চিতদের দুঃখকষ্ট
চোখে দেখেও তাকে আমল দেও না
মোটে।
যাচ্ছো বটে, এ উল্টোরথে চড়েও
পাবে কি শুকপাখির দেখা? শুনছো
নিন্দুকেরা বলছে কী?
বলছে, আকাশ ঢাকছে কালো মেঘে।
শোনা যাচ্ছে মেঘের ভয়ানক গর্জন।
এখন শুধু ঝড় উঠতে বাকি।
ভাবছো, ঝড় এসে দাপিয়ে বেড়ালে
তোমাকেও খড়কুটোর মতো উড়িয়ে
নেবে নাকি?