এ কি দুর্দশা! নেই বুঝি খেয়া পারানিরও কড়ি?
মাঝিদের কাছেও করতে হচ্ছে মিথ্যা বাক্যব্যয়?
অমিতব্যয়ী হওয়ার এ পরিণতি, দুর্ভোগ ভারী!
এ কি দুর্দশা! নেই বুঝি খেয়া পারানিরও কড়ি?
মাঝি কি খেয়াঘাট থেকে ফিরিয়ে ভাসালো তরী?
এ পরিস্থিতিতে কালক্ষেপ বৃথা, ফিরে যেতে হয়।
এ কি দুর্দশা, নেই বুঝি খেয়া পারানিরও কড়ি?
মাঝিদের কাছেও করতে হচ্ছে মিথ্যা বাক্যব্যয়?