প্রতিশ্রুতি? অঙ্গীকার?
ভোট ঘনিয়ে এলে বাবুদের দৌলতে
দোলকের মতো দোল খেয়ে ফিরে আসে বারবার
নতুন মোড়কে এ যেন পুরাতন মাদক
ভাবি, আগেকার মাদকতা আছে কি?
নেশাখোর গিলবে কি
বাবুদের দেওয়া অঙ্গীকার?
চমৎকার! তবে শুনতে না-চাইলেও নেই নিস্তার
বেলা অবেলা কান করে ঝালাপালা!
এ ব্যাপারে কোনো বাবু-ই কম যায় না।
তাদের অভিধানে হয়তো শিশু ও বৃদ্ধদের
সেই সাথে অসুস্থ ব্যক্তিদের কথাও ভাবতে মানা
হানাদার মাইকের গর্জন লঙ্ঘন করে সহ্যের সীমা
শব্দদূষণ পৌঁছে যায় হাসপাতাল চত্বরে
সীমালঙ্ঘন করে একেবারে রোগীদের শিয়রে।
যাক গে, ভাবতে বসে উৎফুল্লে আছো নাকি
জনগণের কাছে বাবুদের দেওয়া
প্রতিশ্রুতি ও অঙ্গীকার নয়তো মিছে?
ভাবছো, সেসব যেন কুয়াশার চাদরে ঘেরা
কাঞ্চনজঙ্ঘা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে?
ভাবতে ক্ষতি কী?
অঙ্কুরিত চারার মতো আলোর মুখ দেখবে কি?
স্মৃতিদূর্বল এতোই মনে পড়ে না
সেদিন কোন বাবু বললো তার নামখানা!
তবে মনে পড়ে বলেছিল একেবারে রসে বশে
ভোট মিটলে কুয়াশার চাদর সরলে
সবাই পাবে আলোর দিশা!
জানতে ইচ্ছা করে সেসব সালসা নাকি?
বলবো কী আজকাল সেসব
আষাঢ়ে গল্পের মতো শোনায়।
বাবুদের কাছ থেকে সমাজের চাওয়া পাওয়া?
অসার ভাবনা, অন্তঃসার শূন্য কলসি,
এ যেন সবই লোক দেখানো।
ভাবছো এ কথা বলছি কেন?
যারা নিজেরাই লোভে গদগদ
এমন মানুষেরা ক্ষমতা পেলে, ভাবে কে কার?
ভোটের আগের প্রতিশ্রুতি রক্ষার দায়?
ভোট মিটলে সে যে সেজের বাতি,
তেলের অভাবে কিছু সময় দপদপ করে
তারপর নিভে যায় একেবারে।