নদীর দুই তীরে ভয়ানক ঢেউ, শুনছি পার ভাঙ্গার শব্দ
মাঝখানে নেই সেই ভয়াবহতা, সেখানে নদী বেশ শান্ত।
মাঝি, ভেবেছ কি সেই স্খান দিয়েই বাইবে তোমার তরী?
তরীতে আছড়ে উড়বে না ঢেউ, সেটিও হবে না অশান্ত।
বোধ হয় সে হওয়ার নয়, শুনতে পাচ্ছ কালের কণ্ঠস্বর?
মাঝি, সেটি না-পছন্দ হলেও হতে হবে তার উপর নির্ভর
ধর্মের ঢাক বাজালেই মাঝনদীতে উঠবেই ভয়ানক ঢেউ
জীবন বাজি রেখে তখন সেখানে কি তরী বাইবে কেউ?
তোমার বুকও তখন ভয়ে করবেই নাকি বেশ দুরু দুরু?
সেই শুরু, তুমিও নদীতীর ঘেঁষে তরী বাইতে বাধ্য হবে।
ভাঙতে পারে পার, ঢেউ আছড়ে পড়তে পারে নৌকায়
যাত্রীদের হয় যদি সলিল সমাধি, তার কী ব্যাখ্যা দেবে?