না-নামলে হতো নাকি এই যুদ্ধের ময়দানে?
কেন যে জনগণকে হুঙ্কার দিলে ক্ষণে ক্ষণে!
এযাবৎ কত কাণ্ড করে দেখালে নির্ভয়ে
কত তাজা প্রাণ বয়ে গেল গঙ্গাবক্ষ দিয়ে।
হিসাব আছে কি কতবার ঝংকার তুলেছ তূণে?

বাকি রাখোনি নিক্ষেপ করতে তূণে থাকা বাণ
কত মানুষের জীবন কেড়ে করলে যে খানখান।
সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বেশ তো
আপামর জনগণকে করলে ভীত সন্ত্রস্ত
প্রতিবাদীদের নিশ্চিহ্ন করতেও হলে আগুয়ান।

এবার প্রতিরোধের গর্জন শুনে কি ভয় পেয়েছ?
জন-জোয়ার দেখে যেন ঠক ঠক করে কাঁপছ?
বলবে এবার যুদ্ধক্ষেত্রে তুমি করবে কী?
জেতা দূরে থাক নিজেই রক্ষা পাবে কি?
নিঃশর্তে হার স্বীকার করার কথা কি ভাবছো?