স্বপ্ন ছুঁতে চড়াই উতরাই বহু পথ পেরিয়েছি
আকাশের দিকেও দু’হাত বাড়িয়েছি
স্বপ্ন কতটা পূর্ণ হয়েছে? -সে হিসাব এখনো বাকি
জানি না, স্বপ্ন-পরীকে কি ছুঁতে পেয়েছি?
তবে ভালো-মন্দ কিছু তো ঠিকই পেয়েছি।
যা পেয়েছি মুঠোতেই ধরে রেখেছি
তাকে আর কতদিন এভাবে রাখবো ধরে?
পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনেছি।
ভাবি, সে যদি হাত ফসকে ফুড়ুৎ করে যায় উড়ে
তাকে আর কখনো কি মুঠোতে পাবো ফিরে?
পলাতকা আর এভাবে ধরা দেবে না নিশ্চিত
নদীর একই জলস্রোতে স্নান করা যায় কি বারে বারে?
অনেক তো সময় কেটে গেল
কাল-নদী কলকল শব্দ করে বহুদূরে এলো
কে জানে, পথে কী কী কুড়িয়ে এনেছে
এবার বোধ হয় বুঝে নেওয়ার সময় হলো।
কেমন ছিলাম আর এখন কেমন আছি?
ভালোমন্দ, ফারাক কতটা?-বুঝতে বসে পড়েছি
কোথা থেকে কী বেরিয়ে এসেছে? -কী জানি!
কেন যে চারপাশে বনবন করে উড়ছে মাছি?