বেশ তো ছিলে মজলিশে
পৌষে হাওয়া যখন দোল দিলো পাকা ধানের শিষে।
নবান্ন উৎসবের প্রস্তুতিও চলছিল ঘরে ঘরে
ভাবছিলে?-নবান্নের পিঠে পায়েস খাবে বসে।
হঠাই-ই দেশে আবার কী হলো, কে জানে!
বৃক্ষশাখে বসে ব্যাঙ্গমা ব্যাঙ্গমীকে বলছে কানে কানে
ওরে, ‘রা’ করিস না। চুপ করে দেখে যা
‘ক’জন চোর-পুলিশ খেলছে কেমন বাঁশ বাগানে’।
কেন যে গুটিকয় পুলিশ-কুকুর এদিকে ছুটে এসে
একেবারে তোমার পাশ ঘেঁষে বসে
তোমার পুঁটুলিগুলির গায়ের গন্ধ শুঁকে
অদ্ভুত এক গন্ধ নাকে যেতেই সজোরে কাশে।
এই কর্ম এক দু’বার নয়, করেছে বারংবার।
ভারী মুশকিল হলো কি এবার?
কি জানি, কেন যে ওরা আবার উত্তরে দৌড়ে গেল!
ওরা কি বিশেষ কিছুর গন্ধ পেলো?