ধূর্ত কাকপক্ষীর উপরে যে কেউ আস্থাশীল হলে
সে ছোবল মেরে মুখের গ্রাস কেড়ে নিতে পারে।
কাকচরিত্র ভুললে কি চলে? জীবন যায় বিফলে
ধূর্ত কাকপক্ষীর উপরে যে কেউ আস্থাশীল হলে।
এই পক্ষীটি বিশ্বাসের মূল্য দেয় কি কোনকালে?
ক্ষতিগ্রস্তরা সকলে সে কথা বুঝেছে হাড়ে হাড়ে।
ধূর্ত কাকপক্ষীর উপরে যে কেউ আস্থাশীল হলে
সে ছোবল মেরে মুখের গ্রাস কেড়ে নিতে পারে।