সত্যিই তো, ঘুমাবো বললেই কি ঘুমানো যায়?
গভীর রাত, চারিদিক ছেয়েছে নিঝুম অন্ধকারে,
এই সময় পাড়ায় কে আর জেগে থাকতে পারে?
হলো তাই, কেবল আমিই জেগে আছি অনিদ্রায়।
আলো জ্বেলে ভাবছি পুজোয় থিম কি করা যায়?
আঁকিবুকি করে যাচ্ছি খাতার পাতার পর পাতায়।
সহসা দেখেছি সামনে দাঁড়িয়ে আছে এক রাক্ষসী
বাড়ানো তার হাত তো নয়, যেন উদ্যত সাঁড়াশি।
কেঁপে উঠেছি থর থর, শরীরে লাগতেই শিহরণ
ভেবেছি এমন ঘোর সংকটে পড়েছে কে, কখন?
ভেবেছি সেই সময় ভাবার স্বাধীনতা নেই তবে?
স্বাধীনতা তবে তুমি কার? কে, কী নিয়ে বাঁচবে?
ভেবেছি, তবে কালচক্রে কত কি ঘটে এই ভবে!
বলেছি তাকে, ভাবনার স্বাধীনতাও কেড়ে নেবে?