বেশ তো জাত খেলোয়াড়ের বিরুদ্ধে বক্সিং
খেলতে নেমেছ। রিং-এর ভেতরে ও উঠে
পড়েছো। ভাবছো প্রতিপক্ষকে করতে হবে
কুপোকাত?
এই নকল যুদ্ধের খেলা, দেখতে মোটেই
মন্দ না।গ্যালারিতে দর্শকাসন পূর্ণ হবে
সে কথাটিও সবার জানা। টিভি তে কত
দর্শক দেখবে সেও হয়তো কল্পনা করতে
পারছ না।
খেলতে নেমেছ, তবে জেনে রাখো, জাত
খেলোয়াড় জানে প্রতিপক্ষকে কিভাবে রিং
থেকে ছিটকে দূরে ফেলতে হবে?
সে জানে, বাহু বল প্রয়োগ করে সবসময়
যায় না জেতা। খেলতে নামলে কৌশলও
অবলম্বন করতে হয়।
জানে, কৌশলে তোমাকে উত্তেজিত করলে
তুমি তখন জয়ের নেশায় মাতাল হয়ে নানান
কাণ্ড করে বসতে পারো। তখন প্রতিপক্ষকে
আবোল তাবোল ঘুষি চালানো, সেও।
দু’একটা ঘুষি খেলেও সে তখন লুটবে মজা।
তার বিরুদ্ধে খেলতে নেমে সেই ভুল-ই করে
বসলে?
সে তোমাকে ক্ষেপিয়ে দিয়ে এই যুদ্ধ জয়ের
কাজটি সহজ করে ফেলেছে নাকি? দেখবে
এবার সে কিভাবে মেটায় বাদবাকি?
হলেও নকল যুদ্ধ, এসময় জয়ের সাফল্যের
দোর গোড়ায় এসে সে তোমাকে ছেড়ে দেবে
নাকি?
ভুল, একবার নয়, করলে বারবার। খেলায়
এতবার ভুল করলে কেউ কি আর জিততে
পারে? মনে হয় এবার তোমাকে দিতে হবে
ভুলের মাশুল।
মনে হয়, এবার জাত খেলোয়াড় ঘুষি মেরে
তোমাকে করবে কুপোকাত।
বরাত মন্দ হলে এই নকল যুদ্ধের খেলায়ও
তোমাকে অঘোরে প্রাণ হারাতে হতে পারে।