বলছে লোকে ভেলকি দেখাতে ওস্তাদ বটে
কত যে ভেলকি দেখালে হাটে মাঠে-ঘাটে!
সান্ধ্য-কালে খেলা দেখাতে এসে হলো কী?
বন বন করে ত্রিশূল ঘুরিয়ে তুমি করলে কী?


মাটিতে ত্রিশূল পুঁতে 'লাগ ভেলকি লাগ' বলে
মন্ত্র জপ করতে গিয়ে করলে কি কোনও ভুল?
কেন সেই সময় আকাশ ঢাকলো কালো মেঘে
আর তোমার বুকে এসে বিঁধলো সেই ত্রিশূল?


ক্ষতস্থান থেকে এখন অনর্গল ঝরছে যে রক্ত
এই দৃশ্যটি দেখে যে কারো সহ্য করাও কষ্ট
এখন বিচলিত হয়ে বলছে অগণিত লোকে
উপায় আছে কি পাড়ার বদ্দি কে না ডেকে?