বয়স শূন্য থেকে আশি
সবাই খেলতে ভালোবাসি।
খুকিদের কাছে হাঁড়িকুঁড়ি
রাঁধে ভাত-তরিতরকারি।


খোকারা খেলে লুকোচুরি
নেই কোন গা-জোয়ারি।
খুকিরাও জুটলো সেথায়
কেন ওরা-ই বাদ যায়?


ছোটাছুটিতে কাটছে বেশ
সন্ধ্যা হলে খেলার শেষ।
বালক-যুবক খেলে মাঠে
জার্সি আছে সবার সাথে।


খেলছে সবাই প্রাণ ভরে
মাঠে কিবা পথ-প্রান্তরে।
বল,ক্রিকেট খেলছে ওরে
মারে খুব জোরে জোরে।


মহিলারাও নামছে শেষে
খেলে সব দেশ-বিদেশে।
অনেক দেশে রাজা নাই    
মুখোসে সে-ই সাজা চাই।


প্রৌঢ়-যুবক ব্যস্ত সবাই    
জন কতক সাজছে তাই।
রাজ বেশে করছে শাসন
মন্দ বলার আছে কারণ?


বাদ বাকিরা ব্যস্ত সবাই
হাত তালির বিরাম নাই।
এই খেলাতে ভারি মজা
ফাউল হলেও নেই সাজা।


বৃদ্ধরা বসে খেলেন দাবা
কিস্তি পড়লে হাবাগোবা।
ভাবছি সবই আপন মনে    
অমাবস্যা রাতে সঙ্গোপনে।    


শূন্য রাজার আপন ভূমে  
স্বর্গ অচিরে আসবে নেমে।