বলবে, এখানে এলে কি করে?
এলে কি ঝোপঝাড়ে রাতের অন্ধকারে
ঝিঁঝি পোকাদের ডাক শুনে?
মনে হলো কি জৈব সারযুক্ত মাটিতে
ঝোপঝাড় তরতরিয়ে বেড়ে ওঠে?
সেখানে ঝিঁঝি দের বাস, ওদের খাসতালুক।
সে মাটিতে কেঁচো ও থাকতে পারে।
দেখেছি অভিজ্ঞতার দুয়ারে কড়া নাড়লে
প্রহরী দরজা খুলতেই ঢুকে সেই ঘরে
ঝাড়ুদারের কাছে চেয়ে আনলে ঝাঁটার কাঠি!
সেটি দিয়ে খোঁচাখুঁচি করছো মাটি।
বলবে, দরকারে খুঁজছো কি কেঁচো সার?
বলি, রুমাল দিয়ে নাক চেপে ধরেছ কেন?
বেরিয়ে আসছে কি বিকট গন্ধ?
অচেনা উদ্ভট নাকি সে চেনাজানা?
কি বললে, সেটি দুর্নীতির গন্ধের মতো
মাটি থেকে বেরিয়ে আসছে অবিরত?
বাঃ রে, সে তো হতেই পারে।
পচনশীল সামগ্রী না-পচলে এ সার হয় কি করে?
বিকট গন্ধ যখন নাকে আসছে
যা করছো সেটি হয়তো ঠিক আছে।
একটু ধৈর্য ধরো, এ মাটি খোঁচাখুঁচি করলে
কেঁচো ও  খুঁজে পেতে পারো।