কে জানতো?
ঋতু-রঙ্গমঞ্চে তখন শরৎ। সুশীতল বাতাস
কাশ ফুলকে চামরের মতো দোলাতে ব্যস্ত।
শিউলি ফুল? চারিদিকে তার সুগন্ধ ছড়াতে
করেনি বিন্দুমাত্র ইতস্তত।
শারদ উৎসবের প্রস্তুতি?-সেও হলো সারা।
সকলের মনে বইছিলো আনন্দের ঝর্ণা ধারা।
হঠাই-ই আবহাওয়া হলো বৈরী।এক লহমায়
সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত পাল্টে দিলো সবার সব
হিসাব নিকেশ। দুর্যোগের সম্ভাবনা।
ভাবো,অত্যন্ত বিনোদন প্রিয় মানুষদের অবস্থা
কী হতে পারে? তাদের কপালে পড়লো চিন্তার
ভাঁজ। আনন্দে বাদ সাধলো,এই পূর্বাভাস!
দুর্যোগ থেকে নিস্তারের সম্ভাবনা?একেবারে ক্ষীণ।
পাঁচ দিন অবিরাম বর্ষণের পরেও থামার লক্ষণ
কোথায়?তাদের আশা তেল-বিহীন দীপের মতো
এখন করছে মিনমিন!
অথৈ জলে পড়ে গ্রাম ও শহর খাচ্ছে হাবুডুবু।
সরণীতে ভাসছে ভেলা।
জরাজীর্ণ সব বাড়ি গুলো এখন টলোমলো,
বৈরী ললাট লিখনের মতো হলে যেমন হয়,
খসে পড়তে পারে পলেস্তারা।