চারদিকে ঘোর অন্ধকার
দ্বিতীয়ার চাঁদের মুখ বড্ড বেজার!
সরদার পাড়ায় শোনা যাচ্ছে জনতার হৈ-হট্টগোল  
ঢাক ঢোল পিটিয়ে তারা মশাল হাতে আসছে তেড়ে
সরকার পাড়ার দিকে।
মাইকে ক’জন ক্রমাগত বলছে
সেদিকে গেছে বুনো হাতির পাল
বেহাল দশা করে দিয়ে গেছে সব খেত-খামার।
ভেঙ্গেছে বেড়া, পায়ে দলে ফসল করেছে ছারখার
কোনও ফসল অক্ষত নেই আর।
বেজার মুখ! বুনোদের গালমন্দও দিচ্ছে খুব।
তাদের ভাবভঙ্গি দেখে মনে হয়
তারা আর একটুও সইতে প্রস্তুত নয়
বুনোদের এ তল্লাট থেকে দূরে না-পাঠিয়ে ফিরবে না।
হার না-মানা ভাবভঙ্গি।
এ অবস্থা হলে বুনোগুলো আর ঠিক থাকতে পারে কি?
বেগতিক দেখে ভয়ে ছুটে পালাচ্ছে বটে
তবে যেন একেবারে দিশেহারা।
ভাবছি এ দশা হলে খুঁজে পাবে কি পালানোর রাস্তা?