এখানেই শেষ নয়
যা দেখেছি এযাবৎ
কীর্তিনাশার নাম শুনলে এখন ভয় হয়।
স্বচক্ষে দেখছ, সে করছে কী?
একটু কান পাতলে শুনবে, বৈকি
ধপাস ধপাস করে পাড় ভাঙার শব্দ!
ভয়ঙ্করী জব্দ করছে তীরবর্তী মানুষদের জনজীবন।
অচিরে আরও কী ঘটনা ঘটাতে পারে কীর্তিনাশা
সেই ভেবে জনগণ শঙ্কিত এখন।
তার কাণ্ড দেখলে শিরশির করে কাঁপে সারা শরীর।
দেখো, তীরবর্তী মানুষগুলো মলিন মুখে
চেয়ে আছে দিগন্তে রক্তিম সূর্যের দিকে!
চারদিকে আঁধার ঘনিয়ে আসে
দেরি নেই আর সূর্যাস্ত হতে।
কালের স্রোতে কত কী ঘটে!
কীর্তিনাশা যে ভাবে ভাঙছে বাড়িঘর
ঘটনাপ্রবাহ দেখে তার মতিগতি বোঝাও দুষ্কর।
জানি না, সভ্যতার বুক চিরে সে যাবে আর কতদূর!
ভাঙবে আরও কত জনপদ,
ভাঙবে আর কত সভ্যতার পাঁজর!