ও নদী রে, কোকিলার কথা শুনে তুই এখানে দাঁড়া
জীবনটা যায় যাক, তুই এখানেই নিথর হয়ে থাক।
কুলকুল বইবি কি রে? তোকে হতে হবে গতি হারা
ও নদী রে, কোকিলার কথা শুনে তুই এখানে দাঁড়া।
এ স্থান দিয়েই রেল গড়াবে, রক্ষীরা দেবে প্রহরা
যুগান্তরের ঘূর্ণি খেয়ে তুই থাক একেবারে নির্বাক।
ও নদী রে, কোকিলার কথা শুনে তুই এখানে দাঁড়া
জীবনটা যায় যাক, তুই এখানেই নিথর হয়ে থাক।