‘শানিত ছুরি’ লাগে স্থপতির কাজে
খুনির হাতের অস্ত্রও হতে পারে
সেটি ধরালে যখন বাঁদরের হাতে
ভাবোনি, সে কী করতে পারে?


তোমার বুকেও ছুরি বসাতে পারে
সে কথাটি কি ভুলেছ আবেগে?
এ জন্তু ছুরি বসালো তোমার বুকে
রক্তক্ষরণ হচ্ছে এখন তীরবেগে।


এ অপকর্মে শুধু কি বাঁদরের দায়?
তুমি নির্দোষ কোন ভাবনায়?
বাঁদর বাঁদরামি করবে নির্ভাবনায়
এই সত্যটি কি ভোলা যায়?