ওই দেখো, আকাশটা কালো মেঘে
আচ্ছন্ন। বজ্রনাদ ও বিদ্যুতের ঝলক
ধেয়ে আসছে ঘন ঘন।
দেখছি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের
দামামা বাজার পরে ঘটছে কত কী।
মানবতার বুকে কে যেন চালালো
ছুরি।
বিশ্বজুড়ে যা ঘটছে এখন তার জুড়ি
মেলা ভার। এ সময় নির্দয়তার শেষ
সীমা লঙ্ঘন করতেও বাকি রইলো
আর।
দেখছি মানবতার বুক থেকে দরদর
করে ঝরছে রক্ত। একথা বলা শক্ত,
রক্তগঙ্গা বইবে আর কত। জানি না,
সে আর বাঁচবে কিনা।
দেখছি বিভিন্ন রাষ্ট্রে খাদ্যেরও চরম
হাহাকার। কে আর এখন এ হিসাব
রাখে কত আবাল বৃদ্ধ বনিতা মরছে
খাদ্যের অভাবে।
সেই সাথে বিভিন্ন দেশে চলছে চরম
জ্বালানী সংকট। মানব সভ্যতা সেও
যেন মুখ থুবড়ে পড়ে আছে শক্তির
অভাবে।
তাই এখন একথা বলার আর অপেক্ষা
রাখে না কোনও রাষ্ট্র খাদ্যে ও সেই
সাথে পরমুখাপেক্ষী না-হয়ে সে রাষ্ট্র
পরিচালনার জন্য আজ নবীকরণ যোগ্য
চালিকাশক্তি উৎপাদন করে স্বাবলম্বী
না-হলে সে জাতির পায়ে যে কোনও
সময় কড়াও পড়তে পারে।