দেখছি আবার বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি দুই মেরুতে বিভক্ত
বোধ হয় ভয়ানক তৃষ্ণার্ত, কে জানে তাদের রক্তের তৃষ্ণা কত!
ছি ছি ছি, প্রতিপক্ষ দুই দলই রক্তক্ষয়ী যুদ্ধ বিবাদে রত
ভাবতো যদি বিগত দুটি বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে কত
মানবিক দৃষ্টিকোণে উভয়পক্ষ থাকতো যদি যুদ্ধ থেকে বিরত।

সে আর হচ্ছে কোথায়? প্রত্যেকে নিজের শক্তি দেখাতে ব্যস্ত
শত্রুশিবির লক্ষ করে ক্রমাগত নিক্ষেপ করে যাচ্ছে ক্ষেপণাস্ত্র।
মিসাইলগুলো আকাশের বুক চিরে ছুটে যাচ্ছে নিয়ত
হিংসাশ্রয়ী যুদ্ধবাজরা আকাশকেও করছে ক্ষতবিক্ষত
কে জানে, তারা নিজেদের মুখ কালিমালিপ্ত করবে আর কত!