বেশ, বেশ!
গায়ে নামাবলী, কপালে তিলক!
রপ্ত ও করলে অনর্গল মিষ্টি মধুর কথা বলতে
সরল মানুষের আস্থাভাজন হওয়ার অপূর্ব কৌশল।
এমন হলে ক’জন আর খল চিনতে পারে?
পাঠ নিলে,পথহারাদের যেন চিনতে পারো
সেসব জরিপ করতেও দক্ষ হয়ে উঠেছিলে!
বাস্তবে ঘুঘু পাখি হলেও
অবিশ্বাসের কারণ ধুয়ে মুছে সাফ!
অর্জিত জ্ঞান নিয়ে সাজতে জনদরদী
দাঁড়াতে সড়কের পাশে পথচারীদের দিশে দেখাতে
যারা না-পেয়ে পথের হদিস পড়তো বিশ বাও জলে
ডেকে ডেকে তাদের সাথে জমাতে আলাপচারিতা!
না-জানার ভণিতা করে শুনতে তাদের গন্তব্যস্থল
বলতে ‘সেদিকে অবরুদ্ধ সড়ক ,
গলিপথ ছাড়া সেখানে যাওয়া অসম্ভব'।
দেখাতে ডাকাতে কালীবাড়ির গলিপথ।
এমন জনদরদীর সাক্ষাতে এলে
পথচারীরা কি সে কথায় বিশ্বাস না-করে পারে?
বিশ্বাসে ভর করে তারা পা-বাড়াতো সে পথে
জানতো না বিপত্তি শিয়রে
অদূরে তোমার-ই সঙ্গী সাথী ডাকাত দল।
তাদের পাল্লায় পড়ে পথচারীরা সর্বস্ব হারালো
সে এক দু'জন নয়, শতসহস্র
বলতে পারো, ছলেবলে যাদের সর্বস্বান্ত করলে
তারা এখন করবে কী?