ওরে, বলবো কত কী! জনহিতে জীবন সঁপেছি  
দেশের সম্পদ নিয়ে উল্লাসে হরি লুট দিয়েছি।  
তোদের সেবায় কম করেছি কি?
আর যা করেছি বলতে হবে কি?
এ দেশকে দেউলিয়া হতেও পথ সুগম করেছি।


ছি ছি ছি! তবুও তোরা ঢাক পিটিয়ে বলিস কী?
আমি লুটে খেয়েছি? যা দেখেছি সেও বলবো কি?
ক’জন সব লুটের মাল ধরে নিয়েছে
বাদবাকিরা? এ দেখে বেঁকে বসেছে
ওরা আমাকে দায়ী করেছে, আমি করি এখন কী?


ওরে, শুনছি কী কথা! ওরা শাপও দিচ্ছে নাকি?
ভাবি, মন্দিরে দণ্ডি কাটলে শাপমোচন হবে কি?
ইচ্ছা তো হয় যা করেছি থাকি সাধু সেজে
ভাবের ঘরে চুরি? সেও করবো সকাল-সাঁঝে
পাই না ভেবে, এ ছাড়া এ সময় আর করবো কী?