এ কেমন প্রতিযোগিতা মূলক খেলা
-দৌড়ে গিয়ে গাছে চড়ে বসে বানরের কলা খাওয়া?
একসাথে এক গাছে চড়বে কি করে একাধিক বানর?
হুড়মুড়িয়ে গাছ ভেঙে পড়ার ভয়, সে তো সম্ভব নয়।
তবে কি যে বানর আগে গাছে চড়ে বসবে
সে একাই কলা খাবে যতক্ষণ না তার ভুঁড়িভোজ হবে?
বাদ বাকিরা? গাছের নিচে বসে সে দৃশ্য দেখে
করবে ওদের হাত পা ছোড়াছুড়ি, দাপাদাপি?
ওদের জিভ দিয়ে লালা ঝরলে
ওরা জোট বেঁধে খাবারে সমান ভাগের দাবি জানাবে?
একে একে পালা করে গাছে উঠে কলা খেতে চাইবে?
ওরা সে দাবি করতেই পারে
ভাবছো, আরোহী সে দাবি মানবে কি?
ঝুলন্ত বানরের কাছে সে দাবি জানাতে গেলে পরিণতি
ওদের জুটতে ও পারে সে বানরের চাটি।
তবে কি ওরা ভাববে
ঝুলন্ত বানরের লেজ ধরে টেনে
তাকে গাছ থেকে নামিয়ে আনলে ক্ষতি কি?
তবে ওদের ভাবা দরকার
ঝুলন্ত বানরের ভুঁড়িভোজ না হলে
সেটি লঙ্কাকাণ্ড ও ঘটাতে পারে, বৈকি।
দেখবে এসো চলছে এ খেলা
দেখো, বানরেরা করছে কী?