ভাবি, শিকারি করলো কী?
সাক্ষী রাতের ধ্রুবতারা!
দেখেছি তার শিরদাঁড়া বেঁকে গেছে,
তবুও সে পাখি শিকারের লালসায় মজেছে।
হায়রে, এ কি দুঃসময়!
যখন তার শিয়রে সংকট,      
চারদিকে হুঁ হুঁ করে বইছে উত্তাল ঝড়,
বট পাখি ভয়ে সিটিয়ে আছে
মট মট করে ভাঙছে শিকারির ঘরের চাল
বেহাল দশা, অথৈ জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা
তবুও সে ভাবেনি কোথায় নেবে ঠাই?
বরং সে যা করে বসলো ভাবনার অতীত!
ভেবেছি, এ সময়ও কেউ কি এসব ভাবতে পারে?
অন্যদের উৎপীড়ন করা যদি কারো হাড়ে মজ্জায়
সে কি সহজে সেটি ভুলতে পারে?
দেখেছি পাখি ধরার নেশায় সে পাতলো ফাঁদ,
বাদ রাখেনি কিছুই, সেখানে দানা-শস্য ও ছড়ালো।
উদ্দীপনায় সিক্ত হয়ে ফাঁদে পাখি পড়ছে কিনা  
সেও সারাক্ষণ দূর থেকে নজরে রাখলো।