ভাবতে পারো,
যে ভাবে তার সাথে প্রেমের বন্ধনে জড়ালে,
তার স্বরূপ চিনতে পেরে কিভাবে তাকে
ডিভোর্স দিয়ে জীবন নদীতে নাও বেয়ে
সামনে এগোবে?
তার থেকে মুক্তি জুটবে কবে?
ভাবতেও পারো, সে বন্ধন ছিন্ন করা যাবে কি
কোন কালে?
বলতে দ্বিধা কী, জোঁকের মতোই সে স্বভাবে।
কারো 'মন' কে আঁকড়ে ধরলে, ক’জন তাকে
সহজে পরিহার করতে পেরেছে কোন কালে?
‘স্বার্থ’, সে ঘোমটা পড়া রমণী! কাউকে সহজে
ছাড়ে না, রাতবিরাতেও সে চিমটি কাটে,
এ ভবের হাটে নাকে দড়ি দিয়ে ঘোরাতেও
সদা তৎপর
তাকে পরিহার করা দুষ্কর,
মনের ময়লা মোছা যায় কি সহজে?
নিঃস্বার্থ হতে সাধকদের পথ ধরে দীর্ঘদিন
করতে হয় সাধনা
তবেই ধীরে ধীরে ঘোচে তার জঙ্গীপনা।