মালী, এই গাছের ফুল ফল সবই তো গেছে ঝরে
বাদবাকি সব চোখ উল্টে আছে পড়ে!
বুঝতে বাকি গাছটি হয়েছে অন্তর্ঘাতের শিকার?
গাছ শিকারি শিকড় কেটে গোড়ায় মাটি চাপা দিয়ে গেছে সরে।
বলি শোনো, সমাজেরও করুণ অবস্থা, ভেবে দেখেছ কি?
ফাঁসুড়ে বুদ্ধিজীবীদের বিবেকের গলায় ফাঁস দিলে করবে কী?
পরিস্থিতি যা দাঁড়ালো শিক্ষাব্যবস্থা এখন ধ্বংসের মুখে
সমাজ ঘাড় কাত করে নুইয়ে পড়েছে, এখনো দেখতে বাকী?
কী ভেবে তবুও জল দিচ্ছো এই গাছের গোড়ায়?
কে জানে, সেই জল পৌঁছবে কি গাছের কাণ্ড ও পাতায়?
আবারো তার শিকড় গজানো ও বাঁচা এখন প্রশ্নচিহ্নের মুখে
তবু আশায় ভর করে একাজ করতেই হবে, যদি বাঁচানো যায়।