প্রতিযোগিতা চলছে রোজই জগত জুড়ে
কেউ দেয় না মধু মাখা চামচ মুখে পুড়ে।
ভাবছো নাকি শুয়ে বসে মধু চেটে খাবে?
কেউ চামচটি দিয়ে মধু মুখে পুড়ে দেবে।
এ ভাবনা জাগলে মনে সেটি যাবে জলে
এমন ভেবে কে সফল হলো কোন কালে?
কল না খুললেও কি আর তার জল পড়ে?
হাত না-লাগালে সাফল্যও থাকবে সরে।
কেবল ভাগ্য ভেবে হাপিত্যেশ করবে কি?
ভাগ্যদেবতা কর্মনিষ্ঠদের দেয় না ফাঁকি।
কর্ম-বিমুখদের সাধ মেটে কি এক রতি?
বলছি তাই কর্ম ছাড়া এর নেইকো গতি।
কাজে সফল হতে ইচ্ছা-শক্তি দৃঢ় করো
নির্ভয়ে সে শক্তির লাগাম টি কষে ধরো।
নিজ কাজে দেখতে চাও সাফল্যের মুখ?
বুক চিতিয়ে সে কাজে নামলে পাবে সুখ।