কাকতাড়ুয়া! তোমারও দায়িত্বে অবহেলা?
বেলা-অবেলায় তুমিও জড়ালে ছলাকলায়!
গলায় গলায় ভাব জমালে বাদুড়দের সাথে
নিশীথ রাতে যাতে কৃষকদের নজর এড়ায়।


দায় ভুলে ওদের শস্য খেতে দিলে নির্দ্বিধায়
হায় রে, তোমার চাতুর্যে কত কী ঘটে গেল!
হত দরিদ্র কৃষকেরা হলো সর্বস্বান্ত, অসহায়
তাদের ঘাম ঝরা পরিশ্রম সব মূল্যহীন হলো।


তবু বাদুড়দের সাথে তুমি ভাব রাখলে বজায়
সায় দিলে আবারও ওদের সেই ভুঁড়ি ভোজে
লাজে রাঙা অবনী এই দেখে মুখখানি লুকায়!
দায় এড়াতেই কাকতাড়ুয়া লাগবে কি কাজে?