এই তো সেদিন
কতগুলো লাঠিয়াল এলো দলবেঁধে
হাতে লাঠি বোমা আরও কত কী!
দেখি, আমার সামনে এসে দাঁড়ালো রক্তচক্ষু করে
জিজ্ঞাসা করে জানার ও অবকাশ দিলো না
আমার বিরুদ্ধে তাদের কোনও অভিযোগ আছে কিনা
তারাও কোনও কথা বললো না
হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়লো
চালালো লাঠি বুকে-পিঠে-হাতে-পায়ে
শরীরের কোথাও ছাড় দিলো না।
সে আঘাত সইতে না-পেরে
জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছি মাটিতে।
কে জানে, কখন এ দশা হলো আর কত সময় গড়ালো
অতঃপর জ্ঞান ফিরলো যখন
দেখেছি তারা চলে গেছে আমার পা ভেঙ্গে দিয়ে
দাঁড়াতে ও কষ্ট অনুভূত হলো
খুঁজে একটি লাঠি পেয়েছি অবলম্বন,
সেটি নিয়ে খুঁড়িয়ে চলতে শুরু করেছি
তবে গতি খুব ধীর, নিরুপায়!
কী আর করা যায়?
জানি না, কখন পৌঁছবো গন্তব্যস্থলে
হয়তো তার আগেই সূর্য যাবে অস্তাচলে
এখনি আলোর অভাব, চারদিক দেখছি ঝাপসা,
ভাবছি, সূর্যাস্তের আগে গন্তব্যে পৌঁছতে পারবো কি?
এ কাজে ব্যর্থ হলে কপাল চাপড়ে করবো কী?
বলতে হবে এই ছিল হয়তো ভবিতব্য!
কালের দোষে লাঠিয়ালদের রোষে পড়ে
তাদের লাঠির আঘাতে পা ভাঙলো বলে
পারিনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে,
এ আমার-ই দুর্ভাগ্য।