দেখেছি সন্ত সেজেছিলে বেশ। কেশাগ্র ত্রুটি,
সেও  ছিল না। তারপর সমাজে শান্তি প্রতিষ্ঠা
করার ভণিতা করতে গিয়ে করলে কত কী!
দেখেছি সে সব তো দুরস্ত বরং চার দিকেই
বাঁধালে লঙ্কাকাণ্ড।
মস্ত বড়ো হনু সেজে এক দুবার নয় বহুবার  
চারদিক করলে ছারখার। ভাঁড় সাজতেও যেন
বাকি রইলো না।
নানান ফন্দি এঁটে ছলেবলে করলে কত কী!
এতো করেও তোমার স্বরূপ আড়াল করতে
পারলে না। পাশাপাশি জানা গেলো তোমার
ঠিকানা।
দেখি, লঙ্কাকাণ্ড বাঁধানোর ফলে দাউ দাউ
করে চারদিক জ্বলছে এখনো।
ঘন ঘন বাড়াচ্ছ শুধুই বিড়ম্বনা। চেনা ছন্দে
কারো জীবন আর ফিরলো না। কেউ দু’দণ্ড
স্বস্তি পেলো না।  
জানি না, লেজে খেলাবে আর কত?