দিয়েছ সুড়সুড়ি, লেগেছে বেশ, মাটিতে খাচ্ছি গড়াগড়ি
নিন্দুকেরা যে যাই বলুক এ কাজে তোমার দক্ষতা খুব
নিজেকে সামলাতে না-পেরে হাত-পা করছি ছোড়াছুড়ি
দিয়েছ সুড়সুড়ি, লেগেছে বেশ, মাটিতে খাচ্ছি গড়াগড়ি।
এমন গুনাঞ্চিত কাউকে বাহবা না-দিয়ে থাকতে পারি?
যদিও ক’জন সইতে না-পেরে তোমাকে করছে বিদ্রূপ
দিয়েছ সুড়সুড়ি, লেগেছে বেশ, মাটিতে খাচ্ছি গড়াগড়ি
নিন্দুকেরা যে যাই বলুক এ কাজে তোমার দক্ষতা খুব।