তার কাঁটা ঘায়ে নুনের ছিটে পড়েছে
তাই সে তিড়িং-বিরিং শুরু করেছে
সে বেয়াদবিও কি কম জানে?
কাঁটা বিঁধে দিতেও পারে মনে
বেয়াদব দৌড়ে এসে কাঁটা বিঁধিয়েছে।


উঁহু, বিঁধেছে কাঁটা মনে বুকে ও পিঠে
মনটা এখন বেজার খারাপ একটুকু তে    
ভেবেছি কাঁটাগুলো পুষে রাখবো না
কাঁটা বিঁধে থাকুক মন সায় দেয়না
কষ্ট আর সইতে যেন না-হয় যন্ত্রণাতে।


কাঁটা দিয়েই কাঁটা না-তুলে উপায় কি?
কাঁটা বনে কাঁটার অভাব আছে নাকি?
বড়সড় কাঁটা তুলে আনা চাই        
সেখানে না-গিয়ে নিস্তার নাই
কোন কাঁটা বেশ জুতসই খুঁজে দেখি।


মনের মতো একটি বড়ো কাঁটা জুটেছে
কাঁটা খোঁজার সব ভাবনা চিন্তা ঘুচেছে
এবার কাঁটা তুলতেই লেগে পড়ি
দেখি সব কাঁটা কি তুলতে পারি?
যদিও বেয়াদব দূর থেকে নজরে রেখেছে।