বৈশাখ মাসে প্রখর রোদে
উড়ছে পাখী ফলের বাগে।
দেখছে তার ঠোটটা ঠুকে
ফলের স্বাদ জিভের ডগে।


গাছের শাখে বসছে পাখী
ফলের গন্ধ-তে মাখামাখি।  
মহানন্দে সে নাড়ছে লেজ
পটকা মাছ লাগছে বেশ।  


পাখীর দেহ মাসে তে ভরা
ফলের শাঁসে শরীর গড়া।    
চাষী র বাগ লোপাট করে  
থাকছে পাখী সুখের নীড়ে।  
    
চাষী র ঘরে জোটেনি ভাত    
চিনছে চাষী পাখী র জাত।  
লোপাট হলো অনেক ফল  
হিসাবে তার নেইকো জল।      


ভীষণ রেগে জাগছে চাষী
ধনুর গুন টানছে কষি’।
মাখানো বিষ ধনু র বাণে
চড়াবে পাখী মরণ যানে।