বিরাট পাথর-চাপা তার ভাগ্য বলে
গুল্ম কত গুলি জড়িয়ে ধরে ছলেবলে
   লতানো গাছটা লতিয়ে এসে
   মাচায় গিয়েই উঠলো শেষে
নীচের দিকে তাকিয়ে দেখে কৌতূহলে      
আঁধারে গুল্ম গুলি তখন অথৈ জলে।


তাদের দুর্দশা দেখে সে মাচায় বসে    
অত্যাচারী রাজাদের মতো অট্টহাসে  
   মরছে ওরা খিদের জ্বালায়
   তাতে তার কী আসে যায়
ব্রুটাসও হার মানে তার ভাবনা বশে
শেষে গুল্ম গুলি কেই সে মারছে পিষে।


কালো মেঘ দেখা যায় আকাশ জুড়ে
মাচা সহ লুটবে সে কালবৈশাখী ঝড়ে
    দেখছি তার মন্দ বরাত
   সেদিন টায় সে হবে কাত
সারাটা রাত কাটবে তার মারণ জ্বরে
সেসব ভাবনা কী তার জাগছে ওরে?